জবিতে পাকিস্তান ও ভারতের পতাকা অঙ্কনকে কেন্দ্র করে উত্তেজনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৯

সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমে পাকিস্তান ও পরে ভারতের পতাকা অঙ্কনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে ভারতের পতাকা অঙ্কন করেন।

আইন বিভাগের শিক্ষার্থীরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করে পোস্ট দিয়েছেন। এতে বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের কৃতিত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে তারা মনে করেন। এর প্রতিবাদ হিসেবেই তারা ভারতের পতাকা অঙ্কন করেন।

এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত আনুমানিক ১টার দিকে জবির প্রধান ফটকের সামনে পাকিস্তানের পতাকা আঁকতে শুরু করে শাখা ছাত্রদল ও ছাত্রঅধিকারের কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বহনকারী বাস বের হতে বাধা দেন। প্রক্টরিয়াল বডির সদস্য ও কয়েকজন শিক্ষার্থী তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা, হাতাহাতি এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপাচার্যের গাড়িও অবরোধ করা হয়। ভোর ৫টার দিকে অবরোধ তুলে নিলে উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “পাকিস্তানের গণহত্যা ও আমাদের মা-বোনদের ওপর নির্যাতনের প্রতীকী প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো স্বৈরাচার বা মবতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। ছাত্রদল সবসময় দেশের পক্ষে রয়েছে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, বিজয়ের মাসে প্রতীকী প্রতিবাদ করতে গেলে প্রথমে প্রক্টরিয়াল বডি বাধা দেয় এবং পরে আস-সুন্নাহ হলের কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ ওঠে।

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো ধরনের পতাকা অঙ্কনের জন্য পূর্বানুমতি প্রয়োজন। অনুমতি ছাড়া পতাকা আঁকা হয়েছে এবং শিক্ষার্থীদের বহনকারী বাস চলাচলেও বাধা দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top