বুড়িমারী স্থলবন্দর থেকে এক লাখ টাকার নতুন নোট জব্দ
Mithu Murad | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ড থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার নতুন নোট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর এলাকার নিরাপত্তা প্রহরীরা নোটগুলো পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে বিজিবির সহযোগিতায় তা উদ্ধার করা হয়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত নোটের মোট মূল্য এক লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি চক্র মাদক সেবন বা নতুন নোট চোরাচালানের উদ্দেশ্যে এগুলো বন্দরে নিয়ে আসে। তল্লাশির খবর পেয়ে তারা নোটগুলো ফেলে রেখে পালিয়ে যায়।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, “নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে খবর পেয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে নোটগুলো উদ্ধার করা হয়েছে।”
এ বিষয়ে বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান, পণ্যবাহী ট্রাকে চোরাচালানের আশঙ্কায় তল্লাশি চলছিল। একপর্যায়ে খবর পেয়ে বন্দর ইয়ার্ড থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ টাকার নতুন নোট উদ্ধার করা হয়।
বর্তমানে জব্দকৃত টাকা ৬১-বিজিবির হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।