শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২২, ২৩:৫৫

একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

আজ শেষ হচ্ছে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের অনলাইন আবেদনের সময়সীমা। শনিবার (১৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ ছিলো।

বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কেবলমাত্র অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করা যাচ্ছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২২৮ টাকা। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ভর্তির জন‌্য সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেয়া হবে ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেয়া হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় প্রকাশ করা হবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল।

উল্লেখ্য, ৮ জানুয়ারি থেকে শুরু হয় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top