শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৮টি দোকান

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ১৯:১৫

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৮টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি দোকান। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবী করেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ২ কোটি টাকার।

মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় গোপালগঞ্জ ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো: আবুল কালাম আজাদ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো: আবুল কালাম আজাদ জানান, কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের খন্দোকার বুক স্টল নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের কাপড়, ঔষধ, জুতা, বই, কম্পিউটারের দোকানসহ ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top