শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

৪ দিন পর হাতিয়ায় নৌ চলাচল শুরু

হাতিয়া থেকে | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫

৪ দিন পর হাতিয়ায় নৌ চলাচল শুরু

৪ দিন পর বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর শুরু হয়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশে নৌ চলাচল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় একটি জাহাজ। এছাড়া হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল সকাল থেকে শুরু হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ চলাচল বন্ধ ছিল। এখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নৌ-চলাচল শুরু হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top