মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

হিলিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেখ কামালের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২২, ০৬:৪৩

হিলিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেখ কামালের জন্মদিন পালিত

হিলিতে আলোচনা সভা ও স্মৃতিচারণ, যুব ঋণ,গাছের চারা বিতরণ সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশসানের আয়োজনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে উপজেলার ৬জন নারী ও পুরুষকে যুব ঋণের মাধ্যমে ২ লক্ষ ৮০ হাজার টাকা ও একটি গাছের চারা বিতরণ করা হয়েছে।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু ছায়েমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top