মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঘূর্ণিঝড় সিত্রাং

২২ ঘণ্টা পর সারাদেশে নৌ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ২১:৫৭

২২ ঘণ্টা পর সারাদেশে নৌ চলাচল শুরু

প্রলয়ঙ্কারি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় সারাদেশে নৌযান চলাচল শুরু হয়েছে। প্রায় ২২ ঘণ্টা বন্ধ রাখার পর মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। 

সিত্রাং এগিয়ে আসায় সোমবার দুপুরে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল বিআইডব্লিউটিএ।

সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার। তিনি বলেন, আবহাওয়ার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় এগিয়ে আসায় সোমবার সকালে দেশের সমুদ্রবন্দরগুলোতে বিপদ সংকেত জারির পাশাপাশি উপকূলীয় নদীবন্দরগুলোতে ৩ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়। সে কারণে শুরুতে উপকূলীয় জেলাগুলোতে এবং পরে বেলা ১২টা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top