মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী আহত

কক্সবাজার প্রতিনিধি | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৪

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক স্থানীয় নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় একটি দোকানের ছাউনিতেও গুলি বিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত শূন্যরেখা সংলগ্ন লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

আহতের স্বামী মুঠোফোনে জানান, “বাড়ি ফেরার সময় হঠাৎ করে আমার স্ত্রীর পায়ে গুলি লাগে। এখন কক্সবাজারে তার চিকিৎসা চলছে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একজন আহত হয়েছেন। বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জননিরাপত্তা যেন ব্যাহত না হয়—সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকা থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। সূত্রের দাবি, ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।

বিজিবির দায়িত্বশীল একটি সূত্রও জানায়, সীমান্তের ওপারে গোলাগুলি এবং এপারে নারী আহত হওয়ার ঘটনা সত্য। নজরদারি বাড়ানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top