পটুয়াখালীতে জামায়েতের মোটরসাইকেল সোডাউন, লকডাউন রোধের বার্তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:০৮

সংগৃহীত

পটুয়াখালীতে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় জেলা জামায়েতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসানের নেতৃত্বে একটি মোটরসাইকেল সোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোডাউনটি সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের চৌরাস্তা এলাকায় গোলচত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সূত্র জানায়, শতাধিক মোটরসাইকেল জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করে। জামায়েত নেতাকর্মীরা জানান, তাদের এ সোডাউন দিনের পর দিন চলবে এবং তারা লকডাউন ঠেকাতে সচেষ্ট থাকবেন।

সত্ত্বেও, পটুয়াখালীতে জনজীবন স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল করছে এবং দোকানপাটও খোলা আছে।

মনির,পটুয়াখালী প্রতিনিধি

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top