নরসিংদীর রায়পুরায় জুয়েলারি ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮

জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত প্রাণতোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের পরিচিত জুয়েলারি ব্যবসায়ী।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কে বা কারা এবং কোন উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকান ও লেনদেন সংক্রান্ত কথা বলার কথা বলে প্রাণতোষকে বাড়ি থেকে বের হওয়ার জন্য ডাকতে থাকে। পরিবারের সন্দেহ হওয়ায় তারা বাইরে না গিয়ে কথা বলার পরামর্শ দিলেও দুর্বৃত্তরা ছলনা করে তাকে বাড়ি থেকে ডেকে নেন। কিছু দূরে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে তাকে বুকে গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান জানান, “মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। স্বজনরা গুলিবিদ্ধ হওয়ার কথা বলেছে। ময়নাতদন্ত ছাড়া চূড়ান্তভাবে বলা যাবে না।”

এদিকে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top