শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-খুলনা মোড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইমামতি করেন শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান। জানাজা শেষে ছাত্রশিবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক সভাপতি জিয়াউর রহমান, সমন্বয়ক আরাফাত হোসেন, নাজমুল হোসেন রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় খোরশেদ আলম বলেন, “ইতিহাসে আমরা দেখেছি ফ্যাসিবাদীরা সব সময় গোপনে হত্যার পথ বেছে নেয়। যুগে যুগে যারা ফ্যাসিবাদ, জুলুম ও কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সন্ত্রাসীরা তাদের হত্যার নীলনকশা তৈরি করেছে। হাদীকেও সেই পরিকল্পনার অংশ হিসেবেই হত্যা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পর অনেক জুলাই যোদ্ধা নৈতিকতা বিসর্জন দিলেও আমাদের নেতা হাদী তাঁর নৈতিকতার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছিলেন।”

মোজাফ্ফর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top