শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকের সাথে ফোনালাপ প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৪:২২

সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সংঘটিত এ ন্যক্কারজনক ঘটনার পর শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টেলিফোনালাপে প্রফেসর ইউনূস গণমাধ্যম প্রতিষ্ঠান দুটির কার্যালয় ও সেখানে কর্মরত সাংবাদিকদের ওপর চালানো সহিংসতায় ব্যক্তিগতভাবে ব্যথিত হওয়ার কথা জানান। তিনি এই সংকটময় সময়ে সরকারের পক্ষ থেকে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের হামলা কেবল দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর নয়, বরং দেশের সামগ্রিক স্বাধীন গণমাধ্যম ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এমন সহিংস ঘটনা বড় ধরনের অন্তরায় সৃষ্টি করে। সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো ঘটনা সুস্থ গণতন্ত্রের জন্য কোনোভাবেই কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

আলাপকালে তিনি দুই সম্পাদককে সান্ত্বনা দেন এবং এই দুঃসময়ে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। একই সঙ্গে পত্রিকা দুটির কার্যালয় ও সংশ্লিষ্ট সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাদের আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এ ছাড়া খুব শিগগিরই প্রথম আলো ও ডেইলি স্টারের দুই সম্পাদকের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন বলে টেলিফোনালাপে উল্লেখ করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এই ফোনালাপের মাধ্যমে সরকার স্বাধীন গণমাধ্যমের সুরক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার বিষয়ে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

 

এনএফ৭১//ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top