দরজায় তালা দিয়ে ঘরে আগুন: লক্ষ্মীপুরে পুড়ল শিশু আয়শা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৫:০২
লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসার এক ভয়াবহ ও নৃশংস রূপ দেখলো দেশবাসী। সদর উপজেলার ভবানীগঞ্জে গভীর রাতে বিএনপি নেতা ও ব্যবসায়ী বেলালের ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
পেট্টোল ঢেলে দেওয়া এই আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। ভেতর থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘুমের মধ্যেই মারা গেছে ৭ বছরের ছোট্ট শিশু আয়েশা আক্তার।
আগুনে দগ্ধ হয়েছেন বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে বিথি ও স্মৃতি। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তাদের শরীরের অধিকাংশ অংশই পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই ঘটনাকে একটি সুপরিকল্পিত নাশকতা হিসেবে সন্দেহ করছে। অপরাধীদের খুঁজে বের করতে প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেছে প্রশাসন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।