শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

মোহনগঞ্জে ভুয়া সিল-স্বাক্ষর দিয়ে ১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১০

সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে ১৩ রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে মোহনগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয় শাওনকে। সে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা। তার স্ত্রী ঝর্ণা আক্তার গাগলাজুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। স্ত্রীর নামে ইউনিয়নের জন্মনিবন্ধনসহ অনলাইনের সকল কাজ করতেন শাওন।

মামলার তদন্তে জানা গেছে, কয়েক বছর আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেকনিশিয়ানের পদে আবেদন করেছিলেন। চাকরি না হলেও এরপর থেকেই কার্যালয়ের অনলাইন কাজের সঙ্গে যুক্ত হন। এক পর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধন ও অন্যান্য সরকারি ওয়েবসাইটের পাসওয়ার্ডসহ সব নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। এরপর চেয়ারম্যান-মেম্বারের সিল ও স্বাক্ষর নকল করে অবৈধ জন্মনিবন্ধন তৈরির ব্যবসা শুরু করেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম বলেন, শাওন অন্য জেলার ১৩ জনকে এখানে জন্মনিবন্ধন করে দিয়েছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তার দাবি করা হ্যাক হওয়া পাসওয়ার্ড মিথ্যা। এ ঘটনায় ইউপি সচিব বাদী হয়ে মামলা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, তিনি আসার পর শাওনের সব পাসওয়ার্ড জব্দ করেছেন এবং ১৩ জনের জন্মনিবন্ধন তৈরি হওয়ার খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলা প্রশাসন বিষয়টি নজরদারিতে রাখছে এবং আর কারও এমন কাজ করা প্রতিরোধের জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top