রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ! দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
নিউজফ্ল্যাশ ডেস্ক প | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৪:৫১
রাজনৈতিক ক্ষমতার দাপটে কি সাধারণ মানুষের চলার পথও বন্ধ হয়ে যাচ্ছে? পাটগ্রামে রাস্তা বন্ধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী উত্তেজনা!
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর বিরুদ্বে । এ ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম জানান, তিনি গত ১৪ বছর ধরে উফারমারা মাস্টারপাড়া এলাকার ওই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করে আসছেন।
একাধিকবার মীমাংসা হলেও বারবার রাস্তা বন্ধের চেষ্টা করা হচ্ছিল। ঘটনায় আহত হয়ে এক নারীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একই সঙ্গে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধের অভিযোগে স্থানীয় প্রশাসনের কাছেও লিখিত আবেদন করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন।
পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ উল আজম বসুনিয়া জানান ইতিমধ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
লালমনিরহাট জেলা আহ্বায়ক আব্দুস সাত্তার বলেন অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।