বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

কত সংখ্যক মানুষ অংশ নিয়েছেন খালেদা জিয়ার জানায়?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৫:২০

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসমাগম হয়েছে। সেখানে উপস্থিত হয়েছিলেন লাখো মানুষ। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে অন্তত কারওয়ান বাজার থেকে শুরু হয়ে জনতার এই ভিড় চলে গেছে শিশুমেলা পর্যন্ত।

 

তবে এই জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছিলেন, তার কোনো আনুষ্ঠানিক হিসেব নেই। তবে আনুমানিক একটি হিসেব বের করার চেষ্টা করেছে অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। সেই অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে, এই জানাজায় অন্তত ৩২ লাখ মানুষের সমাগম হয়েছে। তবে বাস্তবে সংখ্যাটা আরও বেশিও হতে পারে।

 

গতকাল খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠে। সেই মাঠ তো বটেই, সেটির ডান দিকে মাঠ, সামনের মানিক মিয়া এভিনিউর দুই পাশ, খামারবাড়ি মোড় থেকে ফার্মগেট হয়ে কারওয়ানবাজার মোড়, আবার ফার্মগেট থেকে বিজয় সরণি মোড় হয়ে বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশগ্রহণ করেছেন।

 

আবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সামনের রাস্তা পুরোটায় জানাজায় অংশগ্রহণকারীরা ছিলেন। অন্যদিকে শিশুমেলা থেকে আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত রাস্তায় জানাজায় অংশগ্রহণকারীরা ছিলেন।

 

গুগল ম্যাপ থেকে পাওয়া যায়, এই পুরো রাস্তার মোট দৈর্ঘ্য ১৩ দশমিক ০৪ কিলোমিটার। গুগল ম্যাপে কারওয়ান বাজার থেকে আগারগাঁওয়ের রাস্তার প্রশস্ততা ১০০ ফুট বা ৩০ মিটার পাওয়া গেলেও দুইদিকের ফুটপাতের জন্য ২০ ফুট বাদ দিয়ে ৮০ ফুট বা ২৪ মিটার ধরা হয়। আর মানিক মিয়া এভিনিউয়ের সামনের রাস্তা গুগল ম্যাপ মতে, ১৫০ ফিট প্রশস্ত। অর্থাৎ, দুই দিকের লেনকে দুটি আলাদা রাস্তা (৮০ ফুটের) ধরে হিসাব করা যায়। যার ফলে মোট ১৩ দশমিক ০৪ কিলোমিটার রাস্তা ২৪ মিটার প্রশস্ততায় মোট জায়গার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১২ হাজার ৯৬০ বর্গমিটার।

 

ঢাবির পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক বলেছেন, ‘স্বাভাবিক হিসাবে কোন সমাবেশে এক বর্গমিটারে ৪জন মানুষ দাঁড়ান। তবে আজকের সিচুয়েশনে বর্গমিটার প্রতি ৬ থেকে ৮ জন মানুষ ছিলেন।’

 

অধ্যাপক আমিনুলের মতানুযায়ী, প্রতি বর্গমিটারে ন্যুনতম ৬ জন ধরলে ৩ লাখ ১২ হাজার ৯৬০ বর্গমিটার রাস্তায় মোট লোক সংখ্যা ১৮ লাখ ৭৭ হাজার ৭৬০ জন হওয়ার কথা।

 

এদিকে গুগল ম্যাপ থেকে নেয়া হিসাব মতে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে দুটি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেই দুটি আকার যথাক্রমে ২৫,৭২৮ বর্গমিটার এবং ৬১,৯০৮ বর্গমিটার বা মোট ৮৭ হাজার ৬৩৬ বর্গমিটার।

 

সবগুলো রাস্তা এবং দুটি মাঠ মিলে মোট ৪ লাখ ৫৯৬ বর্গমিটার এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বর্গমিটারে ৬ জন করে হিসাব করলে এই দুই মাঠেই ৫ লাখ ২৫ হাজার ৮১৬ জন লোক জায়গার হওয়ার কথা।

 

অর্থাৎ, দুই মাঠ এবং সবগুলো রাস্তা মিলিয়ে প্রায় ৪ লাখ বর্গমিটার এলাকায় প্রতি বর্গমিটারে ৬ জন করে ধরলে ২৪ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন। যদি প্রতি বর্গমিটারে ৪ জন করে হিসাব করা হয় তাহলে মোট সংখ্যা অন্তত ১৬ লাখের মতো। আর বর্গকিলোমিটার প্রতি ৮ জন করে হিসাব করলে মোট সংখ্যা দাঁড়ায় ৩২ লাখ।

তবে এই অঞ্চলের বাইরেও সারা ঢাকায়, বিশেষ করে একাধিক মেট্রো স্টেশনে, বাড়ির ছাদেও জানাজার নামাজে শরিক হওয়ার নজির দেখা গেছে। সেসব হিসেব এই অনুসন্ধানে অন্তর্ভূক্ত হয়নি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top