বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

গোপালগঞ্জে দুর্বৃত্তের হাতে যুবকের নির্মম হত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৪:৫৩

সংগৃহীত

কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে দুর্বৃত্তদের হাতে মুন্সীবাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড়ে যুবক মোখলেসুর মোল্লা (৪০) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মোখলেসুর মোল্লা ফুকরা ইউনিয়নের আবুল কালাম ওরফে কালামিয়া মোল্লার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে তিনি তার মোটরসাইকেলে সাকিব নামে এক যুবকের সঙ্গে তারাইল বাজারে গিয়েছিলেন। ফেরার পথে ফুকরা মুন্সীবাড়ির মোড়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে পালিয়ে যায়।

মোখলেসুরের ছোট ভাই সিফাত মোল্লা ঘটনাস্থলে গিয়ে তার ভাইকে রাস্তার পাশে বাগানে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে মরদেহ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top