রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

উত্তরার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু, মালিকের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, ১৩:৩৭

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে শুক্রবার সকালে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হলেও পঞ্চম ও ষষ্ঠতলায় থাকা ৬ জন মারা যান।

ঘটনার পর থেকে ভবন মালিক ও তার পরিবারের সদস্যরা গাঢাকা দিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও ভাড়াটিয়াদের অভিযোগ, মালিকের ‘অবহেলা’র কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে ফ্ল্যাটের ছাদের গেট নিয়মিত বন্ধ রাখাকে তারা সমস্যার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. রফিকুল আহমেদ যুগান্তরকে বলেন, “ভুক্তভোগী পরিবারের কেউ যদি মামলা করার আবেদন নিয়ে আসে, আমরা তা আইন অনুযায়ী প্রসেস করব। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণে ফায়ার সার্ভিসের রিপোর্টের উপর মামলা হবে কি না তা নির্ভর করছে।”

সার্বক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালাচ্ছেন। ঘটনার স্থান পরিদর্শনে দেখা গেছে, দ্বিতীয় ও তৃতীয় তলার ডুপ্লেক্স ফ্ল্যাটের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফ্ল্যাটের বেডরুম, ড্রইং-ডাইনিং, রান্নাঘরসহ সব ব্যবহার সামগ্রী ও আসবাবপত্র ধ্বংস হয়েছে।

এক ভাড়াটিয়া নাম প্রকাশ না করার শর্তে জানান, “আগুন লাগার সময় মালিক ও তার পরিবারের কেউ কোনো ক্ষতি হয়নি। আমরা নিরাপদে বের হতে পারিনি। এ ঘটনায় মালিকের অবহেলা রয়েছে।”

এদিকে, আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার পর থেকে ভবনের সামনে জনসাধারণের উৎসুক ভিড় লক্ষ্য করা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top