মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

নরসিংদীতে চাঁদার জন্য সাংবাদিকদের পিকনিক বাসে হামলা, আহত ১০

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১০:১৩

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে একদল সন্ত্রাসী বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিক বাসে চাঁদা চেয়ে হামলা চালায়। এতে প্রায় ১০ জন সাংবাদিক ও তাদের সহযোগী আহত হন, এদের মধ্যে ছয়জন রক্তাক্ত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ‘ড্রিম হলিডে পার্ক’-এর সামনে এই হামলার ঘটনা ঘটে। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল জানান, বার্ষিক ফ্যামিলি ডে উদযাপন করতে ক্র্যাবের ৩০০ সদস্য এবং তাদের পরিবার পার্কে যান। বিকেলে বাসে ওঠার সময় স্থানীয় একদল সন্ত্রাসী কিছু বাস আটকে চাঁদা দাবি করে।

সাংবাদিকরা তাদের বোঝানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাংবাদিক ফয়েজ, শাহেদ, মহসিনসহ প্রায় ১০ জন আহত হন। বিশেষত সাংবাদিক শাহেদকে বারবার আঘাত করে রক্তাক্ত করা হয়। হামলার সময় বাসে থাকা নারী ও শিশুদের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। নরসিংদী পুলিশ ও আইজিপি বাহারুল আলম নিশ্চিত করেছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল সাংবাদিকদের বলেন, “আমরা মাধবদী থানায় অবস্থান করছি। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হামলাকারীদের আটক করেছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top