মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

বিয়ের মাত্র এক বছর পর গায়ক তাহসান খানের বিচ্ছেদ কেন? জানালেন তারকা ঘনিষ্ঠরা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৩:১৯

সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দ্বিতীয়বার বিবাহিত জীবন কাটাতে পারলেন না। ২০২৫ সালের ৪ জানুয়ারি গায়ক তাহসান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিবাহ করেন। স্বল্প সময়ের পরিচয় এবং পারস্পরিক পছন্দের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে ওঠে, এবং তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।

কিন্তু এক বছরের কম সময়ের মধ্যে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে থাকে। সম্প্রতি এ বিষয়ে প্রকাশ্যে আসে তাদের বিচ্ছেদের খবর। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে যে, বিচ্ছেদের পর রোজা আহমেদ নামের পাশে স্বামীর পদবি সরিয়েছেন। তবে তাহসান ও রোজা— কেউই সরাসরি এ বিষয়ে মুখ খুলেননি।

শিল্পীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাদের মতাদর্শ ও জীবনধারার মধ্যে মৌলিক পার্থক্যই বিচ্ছেদের মূল কারণ। দ্বিতীয় বিয়ের পর তাহসান খান চেয়েছিলেন সংসারকে প্রাধান্য দিতে এবং ব্যক্তিগত জীবন উপভোগ করতে। এ জন্য তিনি অল্প সময়ের জন্য গান এবং সামাজিক মাধ্যম থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। অন্যদিকে রোজা চাইতেন নিজের পরিচিতি ও ক্যারিয়ারের সুযোগগুলো উপভোগ করতে। এই ভিন্নমত ক্রমশ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে।

সূত্রের মতে, প্রাথমিক পর্যায়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও, এক পর্যায়ে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। এ নিয়ে গায়ক বা রোজা সরাসরি কিছু বলেননি।

এদিকে, তাহসানের প্রথম বিবাহের গল্পও ছিল জনসাধারণের নজরের মধ্যে। ২০০৬ সালে তিনি অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের কোল আলো করে আসে কন্যা আইরা। তবে মেয়ের এক বছর বয়সের মধ্যেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্য জীবন আইনি বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top