জামায়াতকে যে সিট ভিক্ষা দিয়েছিলাম সেই সিট ফেরত নেওয়ার জন্য এসেছি'- টুকু
খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১০:২১
জাতীয় ঐক্যের প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় খুলনার ডুমুরিয়ায় প্রার্থনা ও সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় ডুমুরিয়া স্বাধীনতা চত্তরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুম্ডু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। এছাড়া বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি ও খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজও সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রফুল্ল রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই মানুষ। পার্থক্য করার কিছু নেই। আমরা মানবিক বাংলাদেশ চাই। ইতিহাস ভুলে যাওয়া যাবে না, যারা একাত্তরে অন্যায় করেছিলেন, তাদের কর্মকাণ্ডের দায় এড়ানো সম্ভব নয়। আমরা অসহায় নই, আমরা ভীত নই। ৩০ লাখ শহীদ ও অসংখ্য মা-বোনের ইজ্জতের মূল্য আমাদের মনে রাখতে হবে।"
বিশেষ অতিথি বাবু জয়ন্ত কুম্ডু বলেন, "জামায়াত পাকিস্তানিদের হয়ে হিন্দু ও মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়েছে। তারা এখন মন্দিরে গিয়ে গীতা পাঠ করছে। তাই আগামী নির্বাচনে দায়িত্বপূর্ণ ভোট দেওয়া আমাদের কর্তব্য।"
নিপুণ রায় চৌধুরী বলেন, "ধর্ম সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ যে কেউ হোক, সকলেরই নিরাপত্তার অধিকার আছে। খুলনা-৫ আসনে ধানের শীষ প্রার্থী আলী আজগর লবিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানাচ্ছি।"
ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নের মানুষ উৎসবমুখর পরিবেশে সমাবেশে অংশগ্রহণ করেন এবং সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।