শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

৪৩ লাখ টাকার জাল নোটসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ২১:২৩

৪৩ লাখ টাকার জাল নোটসহ আটক ৫

রাজধানীর ভাটারায় জাল নোট প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দার (ডিবি) গুলশান বিভাগ। ওই অভিযানে ৪৩ লাখ টাকার জাল নোটসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে ওই কারখানায় অভিযান শুরু হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নুরেরচালার সাঈদ নগর এলাকার জাল নোট তৈরির ওই কারখানায় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত জাল নোট এবং তা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান মাত্রই শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিস্তারিত জানানো হবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top