বেড়েছে চালের দাম, সবজিতেও নেই স্বস্তি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ০৯:৪৩

বাজারে আগুন! ঈদের পর থেকেই চাল আর সবজির দাম উর্ধ্বমুখী—হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তবে একটু স্বস্তি দিচ্ছে মুরগি আর ডিম। আসুন জেনে নেই, আজকের বাজারদর।
চাল শুরু করছি চাল দিয়ে। বর্তমানে মোটা চাল—যেমন বিআর-২৮, পারিজা—বিক্রি হচ্ছে কেজি ৫৮ থেকে ৬৫ টাকায়। আর মিনিকেট, জিরাশাইল, কাটারিভোগ—এই সরু চালগুলো ৭০ থেকে ৮৪ টাকার মধ্যে চলছে।
চাল ব্যবসায়ীরা বলছেন, বড় অটো রাইচ মিল আর করপোরেট প্রতিষ্ঠানগুলো সব ধান কিনে রেখেছে, তাই সাধারণ মিলাররা পড়েছে বিপাকে। এর ফলেই চালের বাজার এত চড়া।
সবজির দামেও বেড়েছে বেশ চাপ। কাঁচা মরিচ ১৪০-১৬০ টাকা, ঢেঁড়স-বরবটি-কচুর লতি ৮০ টাকা কেজি, আর পটল ৬০, কাঁকরোল ১০০, টমেটো ১৬০ টাকা পর্যন্ত! বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হওয়ায় কিছু সবজির সরবরাহ কমে গেছে, তাই দামও বেশি।
তবে একটাই স্বস্তির খবর—ডিম আর মুরগির দাম কিছুটা কম। ব্রয়লার মুরগি এখন ১৫০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ৩০০-৩২০। আর প্রতি ডজন ডিম ১১৫-১২০ টাকায় পাওয়া যাচ্ছে।
তবে এতে খামারিরা পড়ছেন লোকসানে। কারণ উৎপাদন খরচ তুলতে হলে ডিমের দাম দরকার অন্তত ১৪০ টাকা ডজন।
তেল, চিনি, ডাল, ময়দা—এগুলোর দাম এখনো স্থিতিশীল। পেঁয়াজ, আলু, রসুন, আদাও আগের চেয়ে কিছুটা কম দামে মিলছে। দাম বাড়ছে, দাম কমছে—বাজার যেন প্রতিদিনই দিচ্ছে নতুন চমক। আপনার এলাকায় কেমন দামে বাজার করছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।