বিনামূল্যে শপিং ব্যাগ দেবে না আড়ং
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৬:২৮

বাংলাদেশের জনপ্রিয় হস্ত ও কারুশিল্প ব্যবসা প্রতিষ্ঠান আড়ং ঘোষণা দিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে তারা আর বিনামূল্যে শপিং ব্যাগ দেবে না। প্রতিষ্ঠানটি গত ১ আগস্ট শুক্রবার তাদের অফিশিয়াল ফেসবুক পেজে 'নিজের ব্যাগ সঙ্গে আনুন' শিরোনামে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আড়ং-এ কেনাকাটা করলে কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে। বিকল্প হিসেবে গ্রাহকদের জন্য পুনঃব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ রাখা হবে, যা সারা বছরজুড়ে সব আড়ং আউটলেটে পাওয়া যাবে।
এই ব্যাগগুলো প্রবর্তনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত এসব কাপড়ের ব্যাগে থাকবে ৫০% ছাড়।
আড়ং আরও জানিয়েছে, কাগজের ব্যাগ বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ স্থানীয় কমিউনিটিগুলোতে গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে। এ উদ্যোগকে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।
পোস্টের শেষে প্রতিষ্ঠানটি সকল গ্রাহকের প্রতি আহ্বান জানায়—
'এসো, একসঙ্গে আমাদের পৃথিবীর জন্য ভালো কিছু করি।'
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।