এলপি গ্যাসের দাম কমলো, নতুন দাম কার্যকর আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮

ছবি: সংগৃহীত

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা। এখন থেকে প্রতি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৭০ টাকা। আগে যা ছিল ১ হাজার ২৭৩ টাকা।

শুধু তাই নয়—অটোগ্যাসের দামও সামান্য কমানো হয়েছে। ১৩ পয়সা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৫৮ টাকা ১৫ পয়সা।

কমিশনের ঘোষণা অনুযায়ী এই নতুন দাম কার্যকর হবে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই। এর আগের মাসে আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমানো হয়েছিল এবং অটোগ্যাসের দামও কমেছিল প্রায় ৪ টাকা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top