মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন তাহসান

শাকিল খান | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৪, ১৩:০১

ছবি: সংগৃহীত

গানের পাশাপাশি অভিনয়ে এসেও সফল হন তাহসান খান। বিশেষ করে নাটকে পান ভীষণ জনপ্রিয়তা! কিন্তু প্রায় দেড় বছর হলো, কোনো নাটকে কাজ করছেন না তিনি।  তাকে নাটকে ফেরার আকুতি জানিয়ে কিছুদিন আগে এক ভক্ত চিঠিও লিখেছিল। কিন্তু তাহসানকে কোনো নাটকে দেখা যায়নি।

নতুন বছরের প্রথম দিন একটি বেসরকারি টেলিভিশনের কনসার্টে অংশ নেন তাহসান। কনসার্ট শেষে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন এই গায়ক।

তাহসান বলেন, বিগত ২০ বছর ধরে কাজ করছি আমি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে, আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না, তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।

তিনি আরও বলেন, দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউব নির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে তখন থেকে আর কাজ করছি না। তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প এবং নির্মাতা হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top