মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

হিমির ১০৯ নাটকের প্রতিটি কোটি ভিউজ! অভিনেতা নিলয় কী বললেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১৬:১৫

ছবি: সংগৃহীত

নাচ থেকে মডেলিং, তারপর অভিনয়। সব ক্ষেত্রে সমান বিচরণ থাকলেও এখন পুরোদস্তুর পেশাদার অভিনেত্রী। খুব অল্প সময়েই ছোট পর্দার প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। বলছিলাম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির কথা। এ সময়ে যে কজন তরুণ অভিনেত্রী সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটান তাদেরই একজন হিমি।

বর্তমানে টেলিভিশন ও ইউটিউব দুই জায়গাতেই সমানতালে কাজ করছেন তিনি। তার নাটক মানেই কোটি কোটি ভিউ। এবার নতুন এক সুখবর দিলেন এ অভিনেত্রী। হিমি অভিনীত ১০৯টি নাটক রয়েছে তার প্রতিটি মিলিয়ন ছাড়িয়েছে।

এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। তাকে অভিনন্দন জানিয়ে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। যেখানে লেখা আছে, অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি।

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম-  নসিব, কুঞ্জুস কাপল, বুয়ার বিড়াল, যত গুড় তত মিষ্টি, জামাই কথা বলে না, অনাকাঙ্খিত রাত, টেলিফোনে বিয়ে, বংশগত জমিদার, মোরগ পোলাও।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top