বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

৯৮তম অস্কারের শর্টলিস্টে নীরাজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৩

সংগৃহীত

বন্ধুত্ব যে কতটা গভীরভাবে মানবিক অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকতে পারে, তা আবারও প্রমাণ করলেন বলিউড নির্মাতা নীরাজ ঘেওয়ান। নিখাদ আবেগ, আত্মিক টান আর সম্পর্কের সূক্ষ্ম রসায়নে গাঁথা তার ছবি ‘হোমবাউন্ড’ মুক্তির আগেই আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছিল। এবার সেই আলোচনাই পেল বিশ্বস্বীকৃতি— ৯৮তম অস্কারের দৌড়ে শর্টলিস্টেড হলো ‘হোমবাউন্ড’।

২০২৬ সালের অস্কার যাত্রায় এই সাফল্যে উচ্ছ্বসিত ছবির পরিচালক নীরাজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় নিজেদের আনন্দ ভাগ করে নিয়ে তারা স্পষ্ট করে দিয়েছেন— এটি কেবল একটি ছবির সাফল্য নয়, বরং মানবিক গল্প বলার শক্তির জয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবি বিভাগে মোট ১৫টি ছবি শর্টলিস্ট করেছে। সেখানেই জায়গা করে নিয়েছে ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত ‘হোমবাউন্ড’।

এই সুখবর শেয়ার করে করণ জোহর নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন,

“৯৮তম অস্কারের জন্য ‘হোমবাউন্ড’ সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবির বিভাগে মনোনীত হয়েছে। আপনাদের ভালোবাসায় আমরা সত্যিই আপ্লুত।”

অন্যদিকে পরিচালক নীরাজ ঘেওয়ান লেখেন,

“৯৮তম অস্কারের দৌড়ে এগিয়ে গেল ‘হোমবাউন্ড’। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”

এদিকে আগামী ২২ জানুয়ারি ২০২৬, এই ১৫টি ছবির মধ্য থেকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে মাত্র পাঁচটি ছবি, যারা লড়বে অস্কারের চূড়ান্ত মঞ্চে।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হয়েছে ‘হোমবাউন্ড’। কান চলচ্চিত্র উৎসব ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি, যেখানে সমালোচক ও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, বিশাল জেঠওয়াসহ আরও অনেকে।

সব মিলিয়ে বলা যায়, মানবিক সম্পর্কের সূক্ষ্ম গল্প বলার মাধ্যমে ‘হোমবাউন্ড’ শুধু বলিউড নয়, ভারতের সিনেমাকেই নতুন করে বিশ্বদরবারে তুলে ধরছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top