বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন আলোচিত মডেল মেঘনা আলম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৪

সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন আলোচিত মডেল মেঘনা আলম। তিনি এ খবর নিজেই একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন।

মেঘনা আলম জানান, তিনি ঢাকা-৮ আসনকে নারীদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার “দেশকে সিঙ্গাপুর বানানো হবে” ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব রূপান্তরের জন্য প্রয়োজন দক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতৃত্ব, যা তিনি নিজেকে হিসেবে অভিহিত করেন।

তিনি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে। এছাড়া একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল করতে এবং সাইকেল ব্যবহার করতে পারেন।

মেঘনা আরও বলেন, জনস্বার্থে স্বল্প খরচে পাবলিক ওয়াশরুম, কমিউনিটি লন্ড্রি ব্যবস্থা চালু করা হবে, যেখানে বাচ্চাদের ডায়াপার চেঞ্জ করা, নারীরা ব্রেস্টফিডিং করা এবং সাধারণ মানুষ পরিচ্ছন্ন থাকার সুযোগ পাবেন।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ঢাকা-৮ এলাকা উন্নয়নে তার প্রধান অগ্রাধিকার হবে পুষ্টি, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকরণ।

 

 

 এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top