বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

২৫ ডিসেম্বর দুপুর ১২টা নাগাদ ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টা নাগাদ ঢাকায় অবতরণ করবেন। দীর্ঘদিন পর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীতে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের উপস্থিতি থাকার কথা রয়েছে।

বিএনপি নেতারা আশা করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top