অভিনয়ের চেয়ে ডায়াপার বদলাতে বেশি দক্ষ হয়ে গেছি:ভিকি কৌশল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫০
বলিউড অভিনেতা ভিকি কৌশল সম্প্রতি প্রথমবার বাবা হয়েছেন। স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তাদের ঘরে এসেছে এক পুত্রসন্তান। সন্তান জন্মের এক মাসের বেশি সময় পার হলেও, নতুন এই অভিজ্ঞতা ভিকির কাছে এখনো একেবারেই নতুন এবং আবেগময়।
নতুন পিতৃত্বের আনন্দ নিয়ে সম্প্রতি এক পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ভিকি মজার ছলে বলেন, “ছেলের জন্মের পর আমি অভিনয়ের চেয়ে ডায়াপার বদলাতে বেশি দক্ষ হয়ে গেছি।” এই মন্তব্যে পুরো মিলনায়তন হাসিতে ভরে ওঠে।
ভিকি কৌশল সম্প্রতি এনডিটিভির একটি বিশেষ আয়োজনে ‘ছাভা’ সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার গ্রহণ করেন। ট্রফি হাতে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “এই পুরস্কার আমার পরিবারের জন্য এবং সেই ছোট্ট সন্তানের জন্য, যে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। বাবা হওয়ার পর এটা প্রথমবার শহর ছেড়ে বাইরে এসেছি, আর সেটা আমার জন্য ভীষণ কঠিন ছিল।”
অভিনেতা আরও বলেন, “ভবিষ্যতে যখন আমার ছেলে বড় হয়ে আমাকে পুরস্কার নিতে দেখবে, তখন সে নিশ্চয়ই গর্ব অনুভব করবে।” নতুন জীবনের অভিজ্ঞতা নিয়ে ভিকি বলেন, “এখনো কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। সবকিছুই খুব নতুন, খুব জাদুকরী। এটা একেবারেই বিশেষ একটি সময়। ঈশ্বর আমাদের প্রতি খুবই দয়ালু হয়েছেন। পরিবার ভীষণ খুশি।”
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২৫ সালের ৭ নভেম্বর প্রথম সন্তানের বাবা-মা হন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একটি যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। পোস্টে ছিল একটি টেডি বেয়ার ও শিশুর বেবি ক্যারেজের ছবি। আপাতত সন্তানটির নাম প্রকাশ করা হয়নি। ভক্তদের মধ্যে দম্পতির পরিবার বড় হওয়ায় আনন্দের কমতি নেই।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।