শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ করেন।
নামাজের ইমামতি করেন বড় ভাই আবু বকর সিদ্দিক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও জানাজায় উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জনসাধারণের নিরাপত্তার কারণে অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার অনুরোধ করা হয়। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।