সাইফ আলি খান শিখছেন বাংলা ভাষা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৫

সংগৃহীত

মায়ের শিকড় বাংলার মাটিতে, ঠাকুর পরিবারের উত্তরাধিকার বহন করলেও এতদিন বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় তেমন সক্রিয় দেখা যায়নি বলিউড অভিনেতা সাইফ আলি খানকে। এবার সেই ধারণায় বদল আনতে চলেছেন পতৌদি নবাব। হঠাৎ করেই বাংলা শেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খান জানিয়েছেন, আগামী কয়েক মাস তিনি শুটিং থেকে সম্পূর্ণ বিরতি নেবেন। এই সময়টা তিনি ব্যয় করবেন বাংলা ভাষা শেখার কাজে। পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন মাস তিনি বাড়িতে শিক্ষক রেখে নিয়মিতভাবে বাংলা শেখার প্রস্তুতি নিচ্ছেন।

এই ঘোষণার পর দর্শকমহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—তাহলে কি মায়ের মতো কিংবা বোন সোহা আলি খানের পথ অনুসরণ করে বাংলা সিনেমায় অভিনয়ের পথে হাঁটছেন সাইফ? যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের জীবনভিত্তিক চরিত্রে অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলা শেখার এই উদ্যোগ নিয়েছেন সাইফ আলি খান। তবে কোন ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা।

এর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এক কঠিন সময় পার করছেন সাইফ। চলতি বছরের শুরুতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনাটি এখনো মানসিকভাবে তাকে নাড়িয়ে দেয়। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের একটি টক শোতে উপস্থিত হয়ে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা খোলাখুলি তুলে ধরেন তিনি।

সাইফ বলেন,

“আজও রাতে সেই ঘটনার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। ভাবলে আতঙ্ক লাগে—যদি সেদিন দেরিতে ঘুম ভাঙত, তাহলে জেহকে বাঁচাতে পারতাম না।”

তবে এই নতুন অধ্যায়ে সাইফের পাশে আছেন তার মা, বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বাংলা শেখার পুরো প্রক্রিয়ায় তিনি ছেলেকে নিয়মিত সহায়তা ও উৎসাহ দিচ্ছেন বলে জানা গেছে।

সব মিলিয়ে, শিকড়ে ফেরার এই প্রয়াস সাইফ আলি খানের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন দিক উন্মোচন করবে বলেই মনে করছেন অনেকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top