হাজার কোটির পথে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১
মন্দার অন্ধকার পেরিয়ে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ভারতীয় বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। বিতর্ক ও আইনি জটিলতা সত্ত্বেও ছবিটি মুক্তির মাত্র ১৩ দিনের মধ্যে দেশ-বিদেশের দর্শকদের মন জয় করেছে এবং বিশ্বব্যাপী ৫০০ কোটির সীমা অতিক্রম করেছে।
আদিত্য ধর পরিচালিত এই সিনেমা রণবীর সিংয়ের ক্যারিয়ারের মন্দা অধ্যায়ের ইতি টানেছে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ভারতের অভ্যন্তরে ‘ধুরন্ধর’-এর আয় ৪৩৭.২৫ কোটি টাকা, আর বিশ্বব্যাপী ব্যবসা দাঁড়িয়েছে ৬৭৪.৫০ কোটি টাকায়। প্রথম সপ্তাহে ভারতে ২০৭.২৫ কোটি টাকা এবং দ্বিতীয় সপ্তাহে আরও ২৩০ কোটি টাকা আয় করেছে ছবিটি।
এই ধারাবাহিক সাফল্যের জোরে মেগাবাজেটের দক্ষিণী মহাকাব্য ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর রেকর্ডও ভাঙার পথে ‘ধুরন্ধর’। যেখানে ‘বাহুবলী’ বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে ‘ধুরন্ধর’ মাত্র ১৩ দিনে তা অতিক্রম করেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে বক্স অফিসে ছবিটির ঝড় থামার কোনো লক্ষণ নেই। এই সাফল্যের সঙ্গে বলিউড দক্ষিণী সিনেমার শক্তিশালী বাজারেও জবাব দিয়েছে।
স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘অ্যানিম্যাল’-এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘ধুরন্ধর’। উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ৯১৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এখন ইন্ডাস্ট্রি প্রশ্ন করছে, ২০২৫ সালে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ কি সেই রেকর্ডও ভেঙে দেবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।