শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

নব্বই দশকের দুই সুপারস্টার নায়িকা মৌসুমী ও শাবনূরের আবেগঘন পুনর্মিলন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩

সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্রের নব্বই দশকের দুই সুপারস্টার নায়িকা মৌসুমী ও শাবনূর বহুদিন পর দেখা করলেন প্রবাসে। একসময় পর্দাজুড়ে যাদের রাজত্ব, সেই দুই তারকার পুনর্মিলন যেন ফিরিয়ে আনল এক সময়ের সোনালি স্মৃতি।

বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, আর শাবনূর কানাডায় থাকেন। শাবনূরের ১৭ ডিসেম্বর জন্মদিন উদযাপন করতে তিনি একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান। প্রথমে শাবনূর জন্মদিন উদযাপন করেন তার সহঅভিনেতা অমিত হাসান ও স্ত্রী লাবনীর সঙ্গে।

শাবনূরের যুক্তরাষ্ট্র সফরের খবর পেয়ে প্রিয়দর্শিনী মৌসুমী ছুটে যান তাকে শুভেচ্ছা জানাতে। বহুদিন পর সহকর্মীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন শাবনূর। দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরেন তারা। আনন্দ-উচ্ছ্বাস ও ভালোবাসায় মুহূর্তটি ভরে ওঠে। শাবনূর বারবার মৌসুমীর প্রশংসা করেন, বলেন, “তিনি আরও সুন্দর হয়ে উঠেছেন।”

এরপর দীর্ঘ সময় ধরে তারা গল্প, আড্ডা ও স্মৃতিচারণায় মেতে ওঠেন। উপস্থিত সবার কাছে মনে হচ্ছিল, যুক্তরাষ্ট্রের মাটিতে যেন তৈরি হয়েছে এক টুকরো বাংলাদেশ।

মৌসুমী বলেন, “খুব, খুব মিস করছিলাম শাবনূরকে। যখন শুনলাম সে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে এসেছে, তখন আর দেরি করিনি। দেখা হয়ে যে কী ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের অসংখ্য স্মৃতি বারবার ফিরে আসছিল।”

অভিনেত্রী শাবনূর বলেন, “মৌসুমী আপুকে দেখে আমি এতটাই খুশি হয়েছি যে, সেটা বোঝানো সম্ভব নয়। এবারের জন্মদিনটা আমার জন্য ভীষণ সুন্দর ও স্মরণীয় হয়ে থাকল। আমার ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা—তারা যে ভালোবাসা ও শুভেচ্ছা দিয়েছেন।”

দীর্ঘদিন পর নব্বই দশকের দুই জনপ্রিয় নায়িকার এই পুনর্মিলন ভক্তদের মাঝেও ফিরিয়ে এনেছে নস্টালজিয়া। প্রবাসে হলেও মুহূর্তগুলোতে সময় যেন থেমে গিয়েছিল—স্মৃতি, ভালোবাসা ও বন্ধুত্বের উষ্ণতায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top