বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

পবিত্র নগরী মক্কায় ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৯:১৩

সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। শুক্রবার (২ জানুয়ারি) অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা দুটি ছবিতে কাবা শরিফের সামনে পরিবারসহ দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ছবিতে পূর্ণিমার সঙ্গে তার মেয়ে, স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আলহামদুলিল্লাহ।”

এর আগে পূর্ণিমা মদিনা শরিফ ভ্রমণের একটি ছবিও শেয়ার করেছিলেন। ওই ছবিতে তাকে কালো বোরকা পরিহিত অবস্থায় মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।”

নতুন বছরের শুরুতেই পবিত্র দুই নগরী সফরের এসব ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন পূর্ণিমা। ছবির মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তাকে শুভকামনা জানাচ্ছেন এবং অনেকেই তার হজ কবুল হওয়ার জন্য দোয়া করছেন।

নেটিজেনদের ধারণা, অভিনেত্রী স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি আরব সফরে রয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য সামাজিক মাধ্যমে উল্লেখ করেননি পূর্ণিমা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top