নতুন বছরে রাজ-ডিকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন সালমান খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৩:৫৮
নতুন বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ‘ব্যাটেল অব গালওয়ান’-এর ঝলক প্রকাশ্যে আসার পরই এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছেন ‘ভাইজান’। জানা গেছে, তিনি বলিউডের জনপ্রিয় নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে (রাজ অ্যান্ড ডিকে)-র সঙ্গে কাজ করতে যাচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ-ডিকের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন সালমান। সেখানে নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। রাজ-ডিক মূলত ‘ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’ ও ‘সিটাডেল: হানি বানি’-এর মতো স্পাই-থ্রিলার ও অ্যাকশন ঘরানার কাজের জন্য পরিচিত। তবে সালমানের জন্য তারা বেছে নিয়েছেন অ্যাকশন ও কমেডির এক দারুণ মিশ্রণ।
সালমান চিত্রনাট্যটি বেশ পছন্দ করেছেন, তবে এখনও চূড়ান্ত সম্মতি দেননি। তিনি নিজের ঢঙে কিছু ‘ট্যুইস্ট’ যোগ করার পরামর্শ দিয়েছেন। নির্মাতারাও চাইছেন বড় ক্যানভাসে ছবিটিকে তুলে ধরতে।
সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালের শেষ নাগাদ ফ্লোরে গড়াতে পারে এই নাম-নির্ধারিত না হওয়া সিনেমা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সালমানের শিডিউল এবং চূড়ান্ত পাণ্ডুলিপির ওপর।
গত কয়েক বছরে বক্স অফিসে সময়টা খুব একটা ভালো কাটেনি সালমানের। তাই ভক্তরা আশাবাদী, রাজ-ডিকের মতো আধুনিক নির্মাতাদের সঙ্গে কাজ করে ২০২৬ সালে বড় প্রত্যাবর্তন ঘটাতে পারেন ভাইজান। এখন দেখার বিষয়, বড় পর্দায় এই জুটির রসায়ন ভক্তদের কতটা মুগ্ধ করতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।