শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত লড়াই চালাবো—হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৮:০৬

সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা ঋণ খেলাপি করে বিদেশে গিয়ে সন্তানদের লেখাপড়া করায়, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। তিনি বলেন, “জনগণের টাকা মেরে দিয়ে জনসেবা করার প্রয়োজন নেই; প্রয়োজনে ভিক্ষা লাগলে জনগণের কাছে আসুন, আমরা ভিক্ষা তুলে দিয়ে টাকা পরিশোধ করার চেষ্টা করব।”

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের মত ভিন্ন হতে পারে, কিন্তু ইনসাফের পক্ষে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ হয়েছে—একটি গোলামির পক্ষ, আরেকটি স্বাধীনতার পক্ষ। আমরা অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেব।”

তিনি আরও বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত আমাদের লড়াই চলবে। ভারতের সঙ্গে সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হবে। হাদির হত্যায় জড়িতদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা আমাদের লড়াইয়ের কেন্দ্রবিন্দু।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন রাজনীতি গণমানুষের হওয়া উচিত। আমরা সেই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।”

দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top