রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

অমিতাভ বচ্চনকে ঘিরে জনতার ভিড়, সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৫:১৫

সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নিধি আগরওয়ালের পর এবার হেনস্থার শিকার হলেন অমিতাভ বচ্চন। ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’ (আইএসপিএল)-এর তৃতীয় সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এমন ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ৮৩ বছর বয়সী অভিনেতাকে প্রবেশ পথে ঘিরে ধরে রাখছে অনুরাগীদের বিশাল ভিড়। নিরাপত্তারক্ষীরা তাঁকে এগিয়ে নিয়ে যেতে রীতিমতো তৎপর থাকলেও ভিড়ের চাপের কারণে কয়েক মুহূর্তের জন্য থমকে যেতে হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ব্যাপক নিন্দার ঝড় বয়ে গেছে। অনেকেই লিখেছেন, “ওঁকে একটু ছেড়ে দিন, মানুষটার তো ৮৩ বছর বয়স।” যদিও পুরো ঘটনার সময় অমিতাভ বচ্চন শান্ত ও বিনয়ী ছিলেন এবং চোখেমুখে একবারও বিরক্তির ছাপ পড়েনি।

আইএসপিএল-এর এই সিজন শুক্রবার লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে শুরু হয়েছে। টেনিস বল ব্যবহার করে খেলা হয় এমন টি-১০ ক্রিকেট টুর্নামেন্টটি প্রায় এক মাস ধরে চলবে এবং ভারতের ‘স্ট্রিট ক্রিকেট’ সংস্কৃতির উদযাপন হিসেবে তা আয়োজিত হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top