ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করেছে ইসি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৯:৩৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভা করেছে।
রোববার সকালেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় বর্ডার গার্ড, কোস্টগার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তর, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও অন্যান্য সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
নির্বাচন কমিশন জানায়, কমিশনার মো. সানাউল্লাহ সভায় আসন্ন ভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা রোধ করতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।