দীর্ঘ আইনি লড়াই শেষে কোটির সম্পত্তিতে জয় পেলেন সাইফ আলি খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৪:১০
দীর্ঘ আড়াই দশকের আইনি লড়াইয়ের পর অবশেষে পতৌদির ছোট নবাব সাইফ আলি খান বড় জয় পেলেন। সোমবার (১২ জানুয়ারি) ভারতের ভোপালের জেলা আদালত ১৫ হাজার কোটির বিতর্কিত স্থাবর সম্পত্তি নিয়ে চলা মামলায় মামলাকারীদের দাবি খারিজ করে দেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, পতৌদির নবাবদের ১৬.৬২ একর জমি আর বেহাত হচ্ছে না। এই জমি সংক্রান্ত আইনি বিতর্ক শুরু হয়েছিল ১৯৯৮ সালে, যখন আকিল আহমেদ ও তার পক্ষ আদালতে দাবি করেন যে ১৯৩৬ সালে ভোপালের তৎকালীন নবাব হামিদুল্লাহ খান তাদের পূর্বপুরুষদের এই জমি উপহার দিয়েছিলেন।
তবে আদালত মামলাকারীরা কোনো গ্রহণযোগ্য দলিল বা শক্ত প্রমাণ পেশ করতে পারেননি এবং দীর্ঘ ষাট বছরের পরে মামলা দায়েরকে ‘গুরুতর দেরি’ হিসেবে দেখেছেন। এর ফলে সম্পূর্ণ মামলা খারিজ হয়ে যায় এবং পতৌদি পরিবার এখনো ১৫ হাজার কোটির সম্পত্তির বৈধ অধিকারী।
উল্লেখ্য, ১৯৪৭ সালে ভোপাল ছিল প্রিন্সলি স্টেট এবং শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। তারই উত্তরাধিকারী হয়ে সাইফ আলি খানের দাদা ইফতিকার আলি খান পতৌদি ওই সম্পত্তির মালিক হন। ২০১৯ সালে আদালত জানিয়েছিল, সাইফ আলি খানের মা সাজিদা সুলতান বৈধ উত্তরাধিকারী এবং সাইফেরও অংশ রয়েছে।
নতুন বছরের শুরুতেই এই রায়ের মাধ্যমে পতৌদি পরিবার পেলেন বড় স্বস্তি, এবং বিতর্কিত সম্পত্তির বৈধ মালিকানা নিশ্চিত হলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।