পরীমণি মালয়েশিয়ায় ছুটি, সমুদ্রতীরবর্তী ছবিতে ভক্তদের মুগ্ধতা ছড়ালেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৭:৫৮
রূপালি পর্দার আলো-ঝলমলে দুনিয়া ছাড়িয়ে বাস্তব জীবনেও নিয়মিত শিরোনামে থাকা চিত্রনায়িকা পরীমণি আবারও ভক্তদের মন জয় করেছেন। মালয়েশিয়ায় ছুটির আমেজে কাটানো সময়ের কিছু মুহূর্ত তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন, যা মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লিখেছেন, “শীত নেই” এবং সাথে একটি ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে তিনি ফুরফুরে মেজাজে আছেন। পরী পরেছেন ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদ চশমা। নীল সমুদ্রের পটভূমিতে তার এই অবতার ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোতে স্পষ্ট যে, শুটিং ও কাজের ব্যস্ততার মধ্যেও পরীমণি খানিকটা স্বস্তি পেতে দেশ থেকে দূরে ছুটি কাটাচ্ছেন। তবে দূরত্ব সত্ত্বেও ভক্তদের কাছ থেকে একটুও দূরে যাননি তিনি। রূপালি পর্দায় ফেরার প্রস্তুতির ফাঁকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করে আগ্রহ ও কৌতূহল বজায় রেখেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।