বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

পিএসজি বাজিমাত! চ্যাম্পিয়নস লিগের অর্থ তালিকায় রেকর্ড আয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৭:৫২

সংগৃহীত

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চূড়ান্ত স্বপ্ন পূরণ না হলেও, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ইউরোপের শীর্ষে অর্থের হিসাব ধরে ফেলেছে।

উয়েফার নতুন ও সম্প্রসারিত ফরম্যাটে মোট ২.৪৭ বিলিয়ন ইউরো পুরস্কারের অর্থ ভাগ করা হয়েছে—গত বছরের তুলনায় ৪০০ মিলিয়ন ইউরো বেশি। এর মধ্যে এককভাবে সর্বোচ্চ ১৪৪.৪ মিলিয়ন ইউরো পেয়েছে পিএসজি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৫৮ কোটি টাকা

দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান, যা পেয়েছে ১৩৬.৬ মিলিয়ন ইউরো। নতুন ফরম্যাটে ৩৬টি দলকে নিয়ে একক লিগ পদ্ধতিতে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলেছে।

গত মৌসুমে ৭টি দল পেয়েছে ১০০ মিলিয়ন ইউরোর বেশি পুরস্কার অর্থ। আগের মৌসুমে এমন অঙ্ক ছিল মাত্র পাঁচটি দলের।

ক্লাবগুলোর মধ্যে চোখে পড়ার বিষয়:

  • অ্যাস্টন ভিলা: ৮৩.৭ মিলিয়ন ইউরো (৪১ বছর পর চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ায় কম প্রাপ্তি)

  • রিয়াল মাদ্রিদ: কোয়ার্টার ফাইনালে হেরে ১০২ মিলিয়নের কিছু কম, তবে উয়েফা সুপার কাপ জয় নিয়ে +৫ মিলিয়ন ইউরো

  • ম্যানচেস্টার সিটি: চারটি ইংলিশ ক্লাবের মধ্যে সবচেয়ে কম আয়, ৭৬ মিলিয়ন ইউরো

  • স্লোভান ব্রাতিস্লাভা: আট ম্যাচে সব হেরে প্রাপ্তি ২২ মিলিয়ন ইউরোরও কম

ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের প্রাপ্তি তুলনাও চোখে পড়ার মতো:

  • টটেনহ্যাম: ইউরোপা লিগ জয়, ৪১ মিলিয়ন ইউরো

  • ম্যানচেস্টার ইউনাইটেড: ফাইনালে হেরে ৩৬ মিলিয়ন ইউরো

  • চেলসি: কনফারেন্স লিগ জয়, ২১.৮ মিলিয়ন ইউরো

পিএসজির চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ অর্থ আয় করা, নতুন ফরম্যাটের সুবিধা এবং টপ ক্লাবগুলোর প্রাপ্তি স্পষ্ট করে দিচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আর্থিক প্রভাব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top