মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ভুয়া এআই ছবিতে বিব্রত অভিনেতা হাসান মাসুদ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৬

ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে থাকলেও নানা ইস্যুতে মাঝেমধ্যেই আলোচনায় উঠে আসেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ছবিকে কেন্দ্র করে বিব্রত পরিস্থিতির মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, অভিনেতা হাসান মাসুদ হাতে একটি পোস্টার ধরে রয়েছেন। পোস্টারটিতে লেখা— ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।’
প্রথম দেখায় ছবিগুলো কোনো প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ মনে হলেও বাস্তবে এর সঙ্গে অভিনেতার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে ক্ষোভ ও বিব্রত প্রকাশ করে হাসান মাসুদ বলেন,
‘এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আমাকে খুবই বিব্রত করেছে।’

অভিনেতা আরও জানান, কে বা কারা এই ছবি ছড়িয়েছে সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তিনি বলেন,
‘এই ধরনের কাজ কারা করছে, বুঝতে পারছি না। ছবিগুলো কোনোভাবেই আমার নয়। ধারণা করছি, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’

বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন,
‘এখন সময় ভালো না। অনেকেই এই ছবি সত্যি বলে বিশ্বাস করবেন এবং ভাববেন আমি এর সঙ্গে জড়িত। কিন্তু সত্যিটা হলো—এগুলো সম্পূর্ণ ভুয়া ছবি।’

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভুয়া কনটেন্টের এমন বিস্তার আবারও ডিজিটাল নিরাপত্তা, সচেতনতা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার প্রশ্ন তুলে ধরছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top