অমিত হাসানের সঙ্গে শাবনূরের আনন্দের মুহূর্তের ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১১:০৭
নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর এখনো কোটি দর্শকের হৃদয়ে সমানভাবে জায়গা করে আছেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই চিত্রনায়িকা, যেখানে সময় কাটাচ্ছেন প্রিয় সহকর্মী ও বন্ধুদের সঙ্গে।
গত বছরের এপ্রিলে সিডনি থেকে ঢাকায় এসেছিলেন শাবনূর। মাত্র আট ঘণ্টা দেশে অবস্থান করে অসুস্থ মাকে সঙ্গে নিয়ে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। তখন জানিয়েছিলেন, বছর শেষে ঢাকায় ফেরার কথা। তবে পরবর্তীতে যাত্রার গন্তব্য বদলে যুক্তরাষ্ট্রে যান শাবনূর। এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তাঁর একমাত্র সন্তান আইজান নেহানের। ছেলের আগ্রহের কারণেই নতুন করে ভ্রমণ পরিকল্পনা করেন তিনি।
যুক্তরাষ্ট্রে গিয়ে শাবনূর ঘুরে বেড়াচ্ছেন এবং দেখা করছেন দেশীয় চলচ্চিত্রের একাধিক পরিচিত মুখের সঙ্গে। এরই মধ্যে মৌসুমীর সঙ্গে দেখা করার পর এবার তাঁকে দেখা গেছে অমিত হাসান, কাজী মারুফ ও মাহিয়া মাহিদের সঙ্গে।
রোববার (১৮ জানুয়ারি) চিত্রনায়ক কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে গান ও আড্ডায় মেতে ওঠেন উপস্থিত শিল্পীরা। কাজী মারুফ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়—‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও…’ গানের তালে নাচছেন অমিত হাসান ও শাবনূর। আয়োজনের অংশবিশেষ লাইভেও দেখান তিনি।
এদিন শাবনূরকে অমিত হাসানের সঙ্গে গাইতেও দেখা যায়। একটি গানে দ্বৈত কণ্ঠে গান গেয়ে উপস্থিতদের মুগ্ধ করেন তাঁরা। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূর নিয়মিতই সময় কাটাচ্ছেন চলচ্চিত্রাঙ্গনের বন্ধুদের সঙ্গে। সমসাময়িক অভিনয়শিল্পীদের সঙ্গে তাঁর এই আড্ডা ও আনন্দঘন মুহূর্তগুলো নতুন করে আলোচনায় এনেছে প্রিয় এই নায়িকাকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।