মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ইসলাম গ্রহণ আমার জীবনের ‘জীবনরক্ষাকারী’ মুহূর্ত:ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৩:৩২

সংগৃহীত

এক সময় কট্টর ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী এবং ইসলাম ভীত ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার সম্প্রতি নিজের জীবনের এক অসাধারণ পরিবর্তনের গল্প প্রকাশ করেছেন। তিনি বলেন, ইসলাম গ্রহণ তার জীবনের জন্য এক ধরনের ‘জীবনরক্ষাকারী অভিজ্ঞতা’।

৫পিলার নামের ইসলামিক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় রবার্ট কার্টার জানান, কিশোর বয়সে তিনি ছিলেন পথহারা ও মানসিকভাবে বিভ্রান্ত। ভাঙা পরিবারে বেড়ে ওঠা এবং যথাযথ আদর্শ ব্যক্তিত্বের অভাব তাকে গভীর সংকটে ফেলেছিল। তবে তার জীবনের মোড় ঘুরে যায় সেই দিন, যখন তিনি প্রথমবার পবিত্র কোরআন হাতে নেন।

তিনি বলেন, “প্রথমবার কোরআন পড়ার পরই আমি ইসলামের প্রকৃত সৌন্দর্য আবিষ্কার করতে শুরু করি। প্রপাগান্ডা ও ঘৃণার আড়ালে থাকা সত্যিকারের ইসলামকে আমি তখন বুঝতে পারি।” তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং অনেক সংবাদমাধ্যমের শিরোনাম বিষাক্ত ইসলামোফোবিক বয়ান ও ষড়যন্ত্র তত্ত্বে ভরা, যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়।

রবার্ট কার্টার ইসলাম গ্রহণকে নিজের জীবনের প্রকৃত সূচনা হিসেবে বর্ণনা করেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, “শাহাদা পাঠের দিন আমার মনে হয়েছিল আমি নতুন করে জন্ম নিয়েছি। এই বিশ্বাসই আমাকে আলোকোজ্জ্বল ভবিষ্যতের পথ দেখিয়েছে।”

তিনি আরও জানান, ১৪–১৫ বছর বয়সে তিনি কট্টর ডানপন্থী চিন্তাধারা ও তথাকথিত ব্রিটিশ মূল্যবোধ দ্বারা প্রভাবিত ছিলেন। বর্তমান পশ্চিমা সমাজের সামাজিক ও সাংস্কৃতিক সংকটের প্রসঙ্গও তিনি তুলে ধরেন। রবার্ট কার্টার বলেন, “যেসব বিভ্রান্তিকর মতাদর্শ স্কুল পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তার কারণে মানুষ নিজের পরিচয়, এমনকি লিঙ্গ পরিচয় নিয়েও সংশয়ে পড়ে যাচ্ছে।”

রবার্ট কার্টারের এই আত্মিক পরিবর্তনের গল্প কোরআনের প্রভাব এবং সত্যের পথে ফিরে আসার শক্তিকে নতুন আলোচনায় এনেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top