শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৭:০৩

সংগৃহীত

দীর্ঘ বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে নতুন খবর হলো—নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন এই ঢালিউড তারকা।

ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে এবং খুব শিগগিরই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এক বিজ্ঞপ্তিতে পরিচালক বলেন, “অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে যাচ্ছি। দর্শক নতুন এক অপু বিশ্বাসকে দেখতে পাবেন।”

জানা গেছে, ‘শিকার’-এর শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে সেখানে শুটিংয়ে যাবেন নির্মাতা। ছবির উল্লেখযোগ্য অংশের দৃশ্যধারণ নেপালেই করা হবে।

নির্মাতা সম্পর্কে অপু বিশ্বাস বলেন, “কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ—দুটো দিকেই তিনি ভীষণ যত্নবান। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”

ওয়েব ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেকে। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘শিকার’।

এদিকে অপু বিশ্বাস বর্তমানে আরও দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সেগুলো হলো—বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’। এই দুটি সিনেমার শুটিং বর্তমানে চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top