বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ, বিকল্প কাকে অন্তর্ভুক্ত করলো আইসিসি?
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৭:৫৮
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। টাইগারদের স্থলাভিষিক্ত করে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। খবর জানিয়েছে ক্রিকবাজ।
এর ফলে বাংলাদেশ তিন সপ্তাহের চরম নাটকীয়তার পর বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। স্কটল্যান্ডকে ২০২৬ সালের বিশ্বকাপে গ্রুপ সি-তে রাখা হয়েছে, যেখানে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে মুখোমুখি হবে।
স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারলেও ইউরোপীয় কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়েছিল। র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থান থাকার কারণে আইসিসি তাদের বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশ ও আইসিসির মধ্যে বিরোধ প্রায় তিন সপ্তাহ ধরে চলছিল। বাংলাদেশ তাদের ম্যাচ ভারতেই আয়োজন করতে চায়নি এবং শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি সবুজ সংকেত দিয়ে জানিয়েছিল, ম্যাচগুলো ভারতেই হবে। শেষ পর্যন্ত আইসিসি বোর্ড ১৪-২ ভোটে বাংলাদেশের দাবি খারিজ করে দেয়। বাংলাদেশও সিদ্ধান্ত নেয় ভারতে বিশ্বকাপ খেলবে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।