শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৯:১৫

সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে যাচ্ছেন। রোববার (২৫ জানুয়ারি) তিনি চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকাজের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক জনসভা করছেন তারেক রহমান। কুমিল্লা সফরের জন্য জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম জানান, চট্টগ্রাম থেকে ফেনি হয়ে সন্ধ্যা ৫:৩০টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজী ফুলতলী ডিগবাজি মাঠ এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। পরে তারেক রহমান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর সরাসরি দলের প্রধানের উপস্থিতি কুমিল্লা ও দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top