অনন্ত জলিলের প্রিয় সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:২৯
দেশীয় চলচ্চিত্র নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে কথা বলার সময় অভিনেতা অনন্ত জলিল জানান, তার শৈশবের অন্যতম প্রিয় সিনেমা হলো সালমান শাহ ও মৌসুমীর অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’। তিনি বলেন, ছোটবেলায় বারবার এই সিনেমা দেখতেন এবং তা এখনও তাকে আবেগতাড়িত করে।
‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায় ১৯৯২ সালে, আর অনন্ত জলিলের জন্ম ১৯৭৭ সালে, অর্থাৎ মুক্তির সময় তার বয়স ছিল প্রায় ১৬ বছর। বিষয়টি নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে আলোচনার জন্মেছে—১৬ বছর বয়সকে কি ‘ছোটবেলা’ ধরা যায়? অনন্ত জলিলের ভাষায়, কৈশোরও শৈশবের একটি আবেগঘন অধ্যায়, আর স্মৃতির ভাষা সময়ের হিসাবকে প্রভাবিত করে।
অভিনেতা জানান, সালমান শাহের রোমান্টিক ট্র্যাজেডিটি তার হৃদয়ে আজও প্রভাব বিস্তার করছে। তিনি মনে করিয়ে দেন, ভালো সিনেমা বয়স নয়, সময় নয়, শুধু স্মৃতিতে থেকে যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।